ঘূর্ণিঝড় ইয়াস উপকূল থেকে ৬০০ কি.মি দূরে, প্রভাব পড়বে মঙ্গলবার রাত থেকে
সাতক্ষীরায় রাতে দুই ঘণ্টা মেঘের গর্জন, দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিদ্যুৎ চমকাতে দেখা গেছে উপকূলীয় এলাকাগুলোতে। তবে এটি ঘূর্ণিঝড় ইয়াসের কোন প্রভাব নয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ মে) রাত ১২ টা শুরু হয়ে রাত ২টা পর্যন্ত চলে আকাশে মেঘের এ গর্জন। তবে সোমবার (২৪ মে) সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক রয়েছে।
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের শাহিন বিল্লাহ্ জানান, রাতে শিলা বৃষ্টি, ঝড়, বিদ্যুত চমকানো ও প্রচুর মেঘের গর্জন হয়েছে। একের পর এক দূর্যোগ মানুষের মন অজানা আতঙ্ক দেখা দিয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, গরমের মধ্যে রাতের আবহাওয়ার পরিবর্তন এটি কালবৈশাখীর প্রভাব। ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে ছিল মেঘর গর্জন ও বিদ্যুৎ চমকানো। উপকূলীয় অঞ্চলগুলোতে এখনো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব শুরু হয়নি।
তিনি বলেন, আগামী ২৫ তারিখ রাত থেকে এর প্রভাব শুরু হবে। মেঘগুলো উপকূলের কাছাকাছি চলে আসবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি উপকূল থেকে এখনো ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। উৎপত্তিস্থল থেকে খুববেশী এগোয়নি এখনো। যেখানে উৎপত্তি হয়েছে সেখানে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় ৬২-৮৮ কি.মি। ঘূর্ণিঝড়টি কখন উপকূল অতিক্রম করবে সেটি আগামীকাল (২৫ মে) জানা যাবে। অতিক্রমের সময় বাতাসের গতিবেগ কেমন থাকবে সেটিও আগামীকাল জানা যাবে ।