চীন থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসতে পারে জুনে
চীন থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান জুনের মধ্যে বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি চীনা টিকা কেনার অগ্রগতির কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমার বিশ্বাস, ভ্যাকসিনটা অর্ডার দেওয়ার পর তৈরি হবে। আমরা এখন দিয়েছি। আমার বিশ্বাস এটাতে এখন আর বেশি সময় লাগবে না।"
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক আলোচনার বিষয়ে মোমেন বলেন, "চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, আমরা চাইনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশের কোনো সমস্যা হোক। উনি বলেছেন যে, আপনারা যে ভ্যাকসিন চাইবেন, আমরা ওটা দেব।"
তিনি বলেন, "আমরা ভ্যাকসিন চেয়েছি, জুন-জুলাই-অগাস্টের মধ্যে আসবে বলে আশা করছি।"
এর আগে বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকোর মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য চুক্তি করে সরকার। তবে ভারতে মহামারি ভয়াবহ অবস্থায় পৌঁছালে টিকা রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। ফলে বাধ্য হয়েই টিকার জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে বাংলাদেশ।
রাশিয়ার টিকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "রাশিয়ার সাথেও আমার কথাবার্তা একেবারে ঠিক। কবে পাঠাবে, কখন পাঠাবে, ইন্সুরেন্স করা থাকবে, নাকি ইন্সুরেন্স ছাড়া থাকবে, যদি ভ্যাকসিনে কাজ না করে ওদেরকে পয়সা চার্জ করতে চাই কি-না, এসব ঠিক করতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আলোচনা করছে।"
এর আগে গত ১২ মে উপহার হিসেবে বাংলাদেশে ৫ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিনের একটি চালান পাঠায় চীন।