সাতক্ষীরা উপকূলে ইয়াসের প্রভাব, তাণ্ডব চলবে তিন ঘণ্টা
সাতক্ষীরা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব। নদীতে তাণ্ডব চলছে গোটা উপকূলজুড়ে। ৫-৬ ফুটের অধিক উচ্চতায় জলরাশি উঠছে বেলা ১১টা থেকে। এদিকে, গাবুরা ইউনিয়নে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ শুরু করেছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের মূল প্রভাব সাতক্ষীরা উপকূলে পড়তে শুরু করেছে। বেলা ১১.৪০ মিনিট থেকে এর প্রভাব শুরু হয়। চলবে টানা তিন ঘণ্টা।
এদিকে, উপকূলীয় কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীতে ৫-৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস চলছে। উপকূলজুড়ে বিভিন্ন স্থান দিয়ে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। স্বেচ্ছাসেবক, বিজিবি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা সেটি রক্ষার চেষ্টা করছেন।
নদীতে তীব্র গতির জলোচ্ছ্বাসের সঙ্গে ঝড়ো হাওয়া রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এভাবে চলতে থাকলে বেড়িবাঁধের শেষ রক্ষা হবে না।
শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকার বাসিন্দা আজিবর রহমান বলেন, রাস্তাঘাটে পানি উঠে গেছে। আমফানের সময়ও নদীতে এত পানি হয়নি। এবার বাঁধ ও উপকূল তীরের রাস্তা উপচে পানি প্রবেশ করছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী সাজ্জাদুল হক বলেন, "আমাদের প্রস্তুতি রয়েছে। বাঁধ ভাঙার খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এভাবে চলতে থাকলে বাঁধের শেষ রক্ষা হবে না। ৪৩টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শুনেছি, গাবুরা ইউনিয়নে একটি স্থানে বাঁধ ভেঙে গেছে। তবে নদী উত্তাল থাকায় এখন নদী পার হয়ে সেখানে যাওয়া অসম্ভব"।