ঢাকার নির্দিষ্ট এলাকায় রোববার ও সোমবার মিলিয়ে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
আগামীকাল (রোববার) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মোট ২ ঘণ্টা এবং পরের দিন (সোমবার) সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এবং এর আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
'জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তি' শীর্ষক ওই বার্তায় তিতাস জানায়, 'পূর্ব বাইতুর আমান হাউজিংয়ের গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য' রোববার এবং গ্যাস শাটডাউনের কাজের জন্য সোমবার ওইসব অঞ্চলে উল্লেখিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।