কেন খেলছেন না মুস্তাফিজ
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে দারুণ সময় কাটছিল মুস্তাফিজুর রহমানের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বাঁহাতি এই পেসার সাত ম্যাচে ছয় ইনিংসে বোলিং করে ১৩টি উইকেট নেন। সপ্তম রাউন্ডের ম্যাচেও তিনি খেলেন, যদিও ওই ম্যাচে বোলিং করেননি। এরপর আর ম্যাচ খেলেননি মুস্তাফিজ।
দলের সেরা বোলিং অস্ত্রকে ছাড়াই কেন লড়ে যাচ্ছে প্রাইম ব্যাংক? খোঁজ নিয়ে জানা গেল, পিঠের চোটের কারণে খেলতে পারছেন না তিনি। নতুন কোনো চোট নয়, পিঠের পুরনো ব্যথাই চাড়া দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যানেজার শিকদার আবুল কাশেম। তিনি বলেন, 'ফিট না থাকার কারণে মুস্তাফিজ খেলছে না। পিঠের ব্যথার কারণে তাকে আমরা বিশ্রামে রেখেছি। আশা করছি পরবর্তী রাউন্ড থেকে সে খেলতে পারবে।'
মুস্তাফিজের চোটের বিষয়টি তদারকি করছেন বিসিবির মেডিকেল বিভাগ। আপাতত পর্যবেক্ষণে আছেন তিনি। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'মুস্তাফিজকে গতকাল দেখেছি আমরা। রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি। আজই পেয়ে যাবো। এরপর বিস্তারিত বলা যাবে।'
চোটের কারণে ছিটকে যাওয়ার আগে বোলিং করে কেবল একটি ম্যাচে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। গত ৫ জুন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রান খরচায় ৫টি উইকেট নেন তিনি। যা ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। মুস্তাফিজ না খেললেও ভালো অবস্থানে আছে তার দল প্রাইম ব্যাংক। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ক্লাবটি।