পরীমনিকে নিয়ে সরব তারকারা
গতকাল (রোববার) রাতে জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিযোগ করেন, সম্প্রতি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। তার বাসায় আয়োজিত সম্মেলনে তিনি নাসির ইউ মাহমুদ নামে এক ব্যবসায়ীকে অভিযুক্ত করেন।
আজ সকালে তার অভিযোগ মামলা আকারে গ্রহণ করা হয়েছে।
তবে এরইমধ্যে স্যোশাল মিডিয়ায় পরীমনি ইস্যু নিয়ে আলোচনা চলছে। সরব হয়েছেন দেশের তারকারাও। বেশ কয়েকজন স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন, তারা পরীমনির পাশে রয়েছেন এবং এই ঘটনার বিচার চান।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, "পরীমণির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয় জগতের একজন সদস্য হিসেবে।"
ক্ষুব্ধ জয়া প্রশ্ন রাখেন, 'একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?'
'এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে- তা সে যেই হোক- তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে,' যোগ করেন তিনি।
এদিকে, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, 'পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। সম্মান একটা পিঁপড়ারও আছে। পরীমনি একজন নায়িকা, হ্যাঁ, বাংলা সিনেমার নায়িকা। তো!তার সাথে যা খুশি তাই করা যাবে!'
'এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি, তত নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি,' আক্ষেপ ভাবনার।
তিনি আরও লিখেন, 'একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্টসকর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক, আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই। সবাইকে সহ্য করতে হয়, অসম্মান, সবাইকে।'
'পরীর পাশে আছি । পরী তুমি ভাঙ্গবে না প্লিজ,' লিখে জাস্টিস ফর পরীমনি' (justiceforporimoni) হ্যাশট্যাগ জুড়ে দেন ভাবনা।
আরও লিখেন, 'কার জন্যে প্রতিবাদ করব আর কার জন্যে করব না, তাও আমাদের ছকে বাঁধা । কী যোগ-বিয়োগের পৃথিবীরে বাবা!'
সংগীতশিল্পী সাব্বির নাসির লিখেছেন, 'যেই দেশে গান বাজনা, ছবি আঁকা, অভিনয়কে মনে করা হয় নিষিদ্ধ বস্তু, সেদেশে যেকোনো শিল্প-সাহিত্য, সংস্কৃতিকর্মীকে একদল বণিক ও তথাকথিত ক্ষমতাশীন মানুষ হয় মনে করে বেশ্যা, ভোগের বস্তু, নয়তো দুর্বল ভিক্ষুক। যা ইচ্ছা করা যায়। যেই ব্যক্তিবর্গ পরীর প্রতি সহিংসতা চালিয়েছে, তারা কেবল এই ধ্বজভঙ্গ সামাজিক মূল্যবোধের সামান্য প্রতিফলন।'
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ লিখেছেন, 'নাটক, সিনেমাতে আপনারা যাদের দেখে বিনোদিত হন, তাদের যেমন তাদের দশর্কদের প্রতি দায়বদ্ধতা আছে, তেমনি আপনাদেরও দায়িত্ব আছে অনুভূতির কারিগরদের অনুভূতির সম্মান দেওয়া! তাদের প্রতি অন্যায় হলে সোচ্চার হওয়া!'
অভিনেত্রী প্রসূন আজাদ লিখেছেন, 'মেরিলিন মনরোরে চিনেন? তার বয়ফ্রেন্ডদের কাহিনী জানেন? এত ব্যয়বহুল জীবন বয়ে নিয়ে চলা, এত সৌন্দর্য যখন কাল হয়ে দাঁড়ায়, বারবার সাধারণ হতে চেয়েও সাধারণকে ভালোবাসতে চেয়েও কি যেন টেনে হিঁচড়ে তার সব স্বপ্ন দুমড়ে মুচড়ে ফেলে। পরীর কিংবা উচ্চবিলাসী অভিনেত্রীদের কষ্ট আপনি কি বুঝবেন। পরীর বাসার চালের চিন্তা আমিও করি না, আপনিও করেন না। আমরা শুধু পারি মানুষকে দুটো কথা শুনিয়ে দিতে, খরচ নাই যে। নইলে কিভাবে প্রমাণ হবে আমরা কত মুর্খ।'
'পরীর নিরাপত্তা চাই' (পরীরনিরাপত্তাচাই) হ্যাশট্যাগ যুক্ত করেন তিনি।
অন্যদিকে, চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা লিখেছেন, 'আমি ৭ বছর যাবত যে পরীমনিকে দেখেছি, আজকের পরীমনি তা থেকে সম্পূর্ণ আলাদা। পাথরের মতো শক্ত একটি মেয়ে বরফের মতো গলে যায় কতটা আঘাত পেলে, তা পরীমনিকে দেখে বুঝলাম।'
'অপরাধী যেই হোক, যত বড়ই হোক, তার বিচার হতেই হবে।অনেকে যা পারে না, পরীমনি তার প্রতিবাদ করে দেখিয়েছে।শুধু নীরব প্রতিবাদ নয়, এখন প্রয়োজন কঠিন প্রতিরোধ,' লিখেন রানা।
এ ছাড়াও অভিনেতা বাপ্পী চৌধুরী, অভিনেত্রী শবনম ফারিয়াসহ অনেকেই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।