টেস্ট চ্যাম্পিয়শিপের ৩২ কোটি থেকে বাংলাদেশ পাবে ৮৪ লাখ
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। প্রথমবারের মতো আয়োজিত টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট প্রাইজমানি ৩২ কোটি ২৩ লাখ টাকা (৩৮ লাখ ইউএস ডলার)। টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো সাফল্য না থাকলেও অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। সাত ম্যাচে মাত্র একটিতে ড্র করে ২০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ সাড়ে ৮৪ লাখ টাকা পাচ্ছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপপে চ্যাম্পিয়ন, রানার্স আপসহ অংশগ্রহণকারী ৯ দলের জন্যই আছে প্রাইজমানি। এক বিজ্ঞপ্তি দিয়ে এটা জানিয়েছে আইসিসি। ১৮ জুন, শুক্রবার ইংল্যান্ডের সাউদাম্পটনে মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ কোটি ৫৬ লাখ টাকারও বেশি। রানার্সআপ দল পাবে তাদের অর্ধেক; ৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৭৮ লাখ টাকা।
পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে ৪ লাখ ডলার। চার নম্বরে থাকা দল ইংল্যান্ড পাবে সাড়ে ৩ লাখ ডলার। পাঁচ নম্বরে থাকা পাকিস্তান পাবে দুই লাখ ডলার।
পয়েন্ট টেবিলের এক থেকে পাঁচ নম্বরে থাকা দলের জন্য ভিন্ন ভিন্ন প্রাইজমানি থাকলেও শেষের চার দলের জন্য থাকছে সমান অংক। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সমান সাড়ে ৮৪ লাখ টাকা পাচ্ছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭টি ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে ড্র করে মুমিনুল হকের দল। ২০ পয়েন্ট নিয়ে তালিকার সবশেষ দল বাংলাদেশ।