রোলাঁ গারোর পর এবার উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করলেন নাওমি ওসাকা
ফরাসি ওপেনে উদ্যোক্তাদের সঙ্গে বিবাদের জেরে জিতেও দ্বিতীয় রাউন্ড থেকে নাম তুলে নিয়েছিলেন নাওমি ওসাকা। এবারে উইম্বলডন থেকেও সরে দাঁড়ালেন বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকা।
মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে রোলাঁ গারোয় সাংবাদিক সম্মেলন অংশগ্রহণ না করার কথা জানিয়েছিলেন জাপানের টেনিস তারকা। তবে তা টুর্নামেন্টের নিয়মবিরুদ্ধ হওয়াতে অবশেষে নাম তুলে নিতে বাধ্য হন তিনি। উইম্বলডনেও সম্ভবত একই সমস্যার সম্মুখীন হতে হবে জেনে ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী গ্র্যান্ড স্ল্যাম থেকে আগেভাগেই তিনি নাম প্রত্যাহার করলেন।
রাফায়েল নাদালের পর দ্বিতীয় বড় নাম হিসাবে ঘাসের কোর্টে দেখা মিলবে না ওসাকার। তবে স্প্যানিশ টেনিস তারকা অলিম্পিকে অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করলেও, নিজের দেশের সমর্থকদের সামনে কোর্টে নামার সুযোগ হাতছাড়া করছেন না ওসাকা। প্রথমে করোনা পরিস্থিতিতে টোকিওতে অলিম্পিক আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও, অবশেষে টুর্নামেন্টে তিনি ভাগ নেবেন বলে জানিয়ে দেওয়া হয়।
টাইমস সংবাদপত্র রিপোর্ট অনুযায়ী তার দলের তরফে জানানো হয়, 'নাওমি এবারের উইম্বলডনে অংশগ্রহণ করবেন না। এর পরিবর্তে তিনি তার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কিছু সময় কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজের দেশে, স্বদেশীয় সমর্থকদের সামনে অলিম্পিকে কোর্টে নামতে তিনি মুখিয়ে রয়েছেন।'