ভোলায় ইউপি নির্বাচনে সংঘর্ষ, একজন নিহত, আহত ৮
ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের নির্বাচনের মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি গুলি চালায়। সেই সংঘর্ষে মো. মনির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত মনির একই ইউনিয়ন ও ওয়ার্ডের মো. বশিরউল্লাহ ছেলে। তিনি ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক ছিলেন।
অন্যদিকে, দুই প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছেন আটজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম টিবিএস'কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংর্ঘষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও বিজিবি গুলি ছোড়ে। এ সময় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।'
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চরফকিরা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ফুটবল প্রতীকের প্রার্থী ইয়াছিন ও পানির কল প্রতীকের প্রার্থী ইউসুফ শিকদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার মাধ্যমে এর সূত্রপাত।