যেকোনো সময় শাটডাউনের ঘোষণা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউন দিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ যৌক্তিক বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন আজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি সরকারের আছে।
তিনি বলেন, কোভিড-১৯-এর সংক্রমণ ক্রমেই বেড়েই চলায় দেশের বিভিন্ন স্থানে কঠোর লকডাউন দেওয়া হয়েছে।
রাজধানী চারপাশের সাত জেলায় কঠোর লকডাউন দিয়েছে সরকার। পরিস্থিতির অবনতি হতে শুরু করায় সরকার গত কয়েকদিন ধরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কোভিড -১৯ সংক্রান্ত কমিটির সুপারিশটি যৌক্তিক ছিল বলে মন্তব্য করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারও কঠোর বিধিনিষেধ আরোপ করার চিন্তা করছিল।
তিনি আরও বলেন, যেকোনো কঠোর শাটডাউনের সিদ্ধান্ত আসতে পারে।