ফাইজার ও মর্ডানার ভ্যাকসিনে হৃদপিণ্ড বড় হয়ে যেতে পারে, আমেরিকার সতর্কতা
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ১২ বছর ও তার থেকে বেশি বয়সীদের করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তবে ফাইজার ও মডার্নার ভ্যাকসিন নিয়ে এবার সতর্ক করতে চলেছে মার্কিন প্রশাসন। জানা যাচ্ছে, এই দুই ভ্যাকসিন যারা নিয়েছেন, তাদের মধ্যে কারো কারও মায়োকার্ডাইটিস বা হৃদপিণ্ড বড় হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন যারা নিচ্ছেন, তাদের মধ্যে মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিসের উপসর্গ দেখা দিতে পারে। হৃদপিণ্ড আকারে বড় হয়ে যেতে পারে। সেজন্য এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যে সব রোগীদের মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস আছে, তারা সঠিক সতর্কতা অবলম্বন করলে অনেকটাই সেরে উঠবেন।
বিবৃতিতে জানানো হয়েছে, যারা ভ্যাকসিন নিয়েছেন, তাদের মধ্যে বুকে ব্যথা হওয়া বা শ্বাসকষ্ট হওয়া বা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে কিনা, সে বিষয়ে লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন। যদি এই ধরনের কোনও উপসর্গ দেখা দেয়, তাহলে যেন অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এই রিপোর্টের ওপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও ফাইজার ও মডার্না ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে একই সতর্কতা জারি করতে পারে।
সম্প্রতি সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, যারা ওই দুই ধরনের ভ্যাকসিন নিয়েছেন, তাদের মধ্যে অনেকেরই মায়োকার্ডাইটিসের লক্ষণ দেখা দিচ্ছে। ফলে বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।