প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ: পাশ করেছে ৯৫.৫০ শতাংশ
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হয়।
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ৯৫.৫০ শতাংশ পাশ করেছে। আর জিপিএ ৫ পেয়েছে মোট ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন।
এবার মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে পাশ করেছে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন।
পাশ ও জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী।
আর জিপিএ ৫ পাওয়া মোট শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৪৫১ জন ছাত্র এবং ১ লাখ ৮৪ হাজার ৬৩৭ জন ছাত্রী।
অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট তিন লাখ চার হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে পাশ করেছে মোট দুই লাখ ৯১ হাজার শিক্ষার্থী, পাশের হার ৯৫.৯৬ শতাংশ।
এবছর ইবয়েদায়িতে জিপিএ ৫ পেয়েছে মোট ১১ হাজার ৮৭৭ জন।