টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের
স্টে সব সময়ই কম ম্যাচ খেলা দল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের সুবাদে বেশি ম্যাচ খেলার সুযোগ মিলছে বাংলাদেশের। যদিও করোনাভাইরাসের প্রকোপে সব ম্যাচ খেলা হয়নি মুমিনুল হক-মুশফিকর রহিমদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে দুটি তিন ম্যাচের সিরিজ থাকলেও করোনার হানায় বদলে যায় বাস্তবতা। এবার তিন ম্যাচের সিরিজই পাবে না বাংলাদেশ।
চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশের সব সিরিজ হবে দুই টেস্টের। প্রথম আসরের মতোই সব দল ঘরের মাঠ ও বিদেশে মোট ছয়টি সিরিজ খেলবে। এই হিসেবে বাংলাদেশ খেলবে ১২টি টেস্ট। ৯ দলের মধ্যে বাংলাদেশের টেস্ট সংখ্যাই সবচেয়ে কম। সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ড।
এ বছরের শেষ দিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের মিশন শুরু হবে বাংলাদেশের। শুরুটা ঘরের মাঠে। আগামী নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে মুমিনুল হকের দল। ডিসেম্বর ঘরের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ।
ঘরের মাঠে দুটি সিরিজ খেলে ডিসেম্বরেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে সিরিজটি। ২০২২ সালে প্রতিপক্ষের মাঠেই বেশি টেস্ট খেলবে বাংলাদেশ। মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর, এরপর জুলাই আগস্টে ওয়েস্ট ইন্ডিজে। নভেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর শেষ করবে বাংলাদেশ।
পতৌদি ট্রফি দিয়ে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের এই সিরিজটি আগামী ৪ আগস্ট শুরু হবে। ২০২৩ সালের জুনে শেষ হবে চ্যাম্পিয়নশিপের দুই বছরের চক্র। ফাইনালের তারিখ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।