রেকর্ডের রানী মিতালি রাজ
২২ বছরের দীর্ঘ ক্যারিয়ার। অনেক রেকর্ডেই নিজের নাম বসিয়ে নিয়েছেন মিতালি রাজ। ব্যাট হাতে ভারতীয় নারী দলের অধিনায়কের পথচলায় এতোটাই মুগ্ধতা ছড়িয়েছে যে, তাকে ডাকা হয় 'দ্য লেডি টেন্ডুলকার অব ক্রিকেট'। দীর্ঘ পথচলায় আরেকটি রেকর্ড গড়লেন মিতালি। মেয়েদের ক্রিকেটে এখন সবচেয়ে বেশি রানের মালিক তিনি।
ভারত নারী দল এখন ইংল্যান্ড সফরে। প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খোয়ায় সফরকারীরা। তৃতীয় ম্যাচটি ছিল হোয়াইটওয়াশ থেকে বাঁচার মিশন। উস্টারে অনুষ্ঠিত এই ম্যাচে স্মৃতি মান্দানার পর ব্যাট হাতে একাই পথ দেখিয়ে যান ৩৮ বছর বয়সী মিতালি রাজ। ৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি এড়ান হোয়াইটওয়াশের অস্বস্তিও।
মহামূল্যবান এই ইনিংস দিয়ে সবাইকে ছাড়িয়ে যাওয়ার গল্প লেখেন ১৯৯৯ সালে আন্তার্জাতিক ক্রিকেটে পা রাখা মিতালি। সর্বোচ্চ রানের মালিক হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসকে। এতদিন রেকর্ডটি সাবেক ডানহাতি এই ব্যাটারের দখলে ছিল।
২০১৬ সালে ক্রিকেটকে বিদায় বলা শার্লট এডওয়ার্ডস তিন ফরম্যাট মিলিয়ে রান করেছেন ১০ হাজার ২৭৩। মিতালি রাজের রান এখন ১০ হাজার ৩৩৭। রেকর্ডের চূড়ায় এই দুজনই। তাদের ধারে কাছেও কেউ নেই। নারীদের ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৮ হাজার রানও নেই আর কারও। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তিনে থাকা নিউজিল্যান্ডের সুটি বেটসের রান ৭ হাজার ৮৪৯।
কেবল তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান করাই নয়, আরও অনেক সাফল্যই পায়ে লুটিয়েছেন রেকর্ডের এই রানী। মেয়েদের ওয়ানডেতে মিতালির রান ৭ হাজার ৩০৪, যা সর্বোচ্চ রানের রেকর্ড। দুইয়ে থাকা এডওয়ার্ডস বেশ পিছিয়ে, তার রান ৫ হাজার ৯৯২।
মেয়েদের ওয়ানডেতে অন্তত ৪ হাজার রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে পঞ্চাশের বেশি ব্যাটিং গড়ের মালিক কেবল মিতালিই, তার গড় ৫১.৮০। ইংল্যান্ডের বিপক্ষে জয়ে মেয়েদের ওয়ানডের সফলতম অধিনায়কও হয়ে গেছেন মিতালি।
এখানে ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ককে। অধিনায়ক হিসেবে ৮৪টি ম্যাচে জয়ের হাসি হাসলেন মিতালি। যা মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ। ৮৩টি জয় নিয়ে এতদিন সফলতম অধিনায়ক ছিলেন ক্লার্ক।
অধিনায়ক হিসেবে ব্যাট চালানোতেও সবার চেয়ে এগিয়ে রাজস্থান থেকে উঠে আসা মিতালি। মেয়েদের ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। ৫৬.০২ গড়ে ৪ হাজার ৮১৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ৮ সেঞ্চুরিসহ ৮৭ বার পঞ্চাশ ছুঁয়েছেন মিতালি, যা আরেকটি রেকর্ড। ভারতের হয়ে ১১টি টেস্ট, ২১৭টি ওয়ানডে ও ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন মিতালি।