এ কেমন প্রতিশোধ: প্রাক্তন প্রেমিকের গাড়ি ভাড়া নিয়ে ২ দিনে ৪৯ বার ট্রাফিক আইন ভাঙলেন তরুণী!
প্রাক্তন প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে তারই গাড়ি ভাড়া নিয়ে, সেই গাড়িতে একের পর এক ট্রাফিক আইন ভাঙার অভিযোগে সম্প্রতি এক চীনা নারী ও তার পুরুষ সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
চীনা গণমাধ্যম সূত্রে জানা যায়, এই উদ্ভট ঘটনা ঘটেছে জেজিয়াং প্রোভিন্সের শাওক্সিং শহরে।
তরুণীর পুরো নাম প্রকাশ করা না হলেও, তাকে শুধু 'লু' নামে অভিহীত করা হয়েছে।
তাকে ফেলে অন্য নারীর কাছে প্রেমিক কিয়ানের চলে যাওয়ার প্রতিশোধ নিতেই এমন কাণ্ড করেছেন লু। গাড়ির মালিক যেহেতু কিয়ান, তাই নিজে আইন ভেঙ্গে তার ঘাড়ে চাপানোর পরিকল্পনা ছিল ওই তরুণীর।
অবশ্য সেই পরিকল্পনা ভেস্তে গেছে। গাড়ির কাগজপত্র ধরে তদন্ত চালাতে গিয়ে পুলিশ সহসাই জানতে পারে, ট্রাফিক আইন ভাঙার সময়কালে গাড়িটি আসলে চেন নামে এক যুবক ভাড়া নিয়েছিলেন।
পুলিশের হাতে ধরা পড়ার পর চেন জানান, জু নামে এক বন্ধুর অনুরোধে ওই নির্দিষ্ট গাড়িটি ভাড়া নিয়ে দিয়েছিলেন তিনি; তবে নিজে চালাননি।
দুই দিনে ৪৯ বার ট্রাফিক সিগনালের লাল বাতি তোয়াক্কা না করে আইন ভাঙার সময় লু'র সঙ্গে জু ছিলেন ওই গাড়িতে।
গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে জু স্বীকার করেন, লু নামে এক তরুণীর অনুরোধেই এ কাজে নিজেকে জড়িয়েছেন।
-
সূত্র: অডিটি সেন্ট্রাল