অলিম্পিকে আরও ১৬ জন করোনায় আক্রান্ত
অলিম্পিক আয়োজনে সংশ্লিষ্টদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। টোকিও অলিম্পিক শুরুর কয়েকদিন আগে অলিম্পিক ভিলেজে এক ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার খবর জানায় আয়োজক কমিটি। এরপর আরও কয়েকজন করোনায় আক্রান্ত হন।
আসর শুরুর কয়েকদিন পর নতুন করে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। আয়োজক কমিটি সোমবার ১৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। আক্রান্ত ১৬ জনের মধ্যে একজন নেদারল্যান্ডসের টেনিস খেলোয়াড় জঁ জুলিয়েন রোজের। এ নিয়ে ডাচ অলিম্পিক দলের ৬ জন করোনায় আক্রান্ত হলেন।
নতুন করে আক্রান্ত হওয়া ১৬ জনের মধ্যে তিনজন অ্যাথলেট। তবে তাদের কেউ অলিম্পিক ভিলেজে ছিলেন না বলে জানিয়েছে আয়োজকরা। তারা সবাই আইসোলেশনে আছেন। ১ জুলাই থেকে এ পর্যন্ত অলিম্পিকে ১৪৮ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে আছেন অ্যাথলেট, কর্মকর্তা ও আয়োজনের সংশ্লিষ্ট কর্মচারী।
করোনায় আক্রান্ত হওয়ায় অলিম্পিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোজের। টেনিসের দ্বৈতের দ্বিতীয় রাউন্ডে নিউজিল্যান্ডের মার্কাস ড্যানিয়েল ও মাইকেল ভেনাসের মুখোমুখি হওয়ার কথা ছিল রোজের ও তার সঙ্গী ওয়েসলি কুলহফের।
৩৯ বছর বয়সী রোজের বিষয়ে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, 'আইটিএফ জেনেছে যে, নেদারল্যান্ডসের অলিম্পিক কমিটি ও নেদারল্যান্ডস স্পোর্টস ফেডারেশনের অ্যাথলেট জঁ-জুলিয়েন রোজ করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়ম মোতাবেক তাকে আইসোলেশনে রাখা হয়েছে।'
জাপানিরা এমনিতেই করোনার মাঝে অলিম্পিক আয়োজনের বিপক্ষে। টোকিওতে আবার জরুরি অবস্থা চলছে। এর মধ্যেই অলিম্পিক আয়োজন করায় তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন টোকিওবাসীরা। আয়োজক কর্তৃপক্ষের কাছে অলিম্পিক বাতিলের জন্য আবেদন পর্যন্ত করেছেন তারা।