খেলায় যৌনতা প্রত্যাখ্যান, অলিম্পিকে নতুন রূপে জার্মান নারী জিমন্যাস্টরা
খেলাধুলায় নারীদের সেক্সুয়ালাইজেশন বা যৌন আবেদনপূর্ণভাবে উপস্থাপনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়ে সাড়া ফেলেছে জার্মান নারী জিমন্যাস্টিকস দল। টোকিও অলিম্পিকের আসরে জিমন্যাস্টিকস খেলার চিরাচরিত বিকিনি কাট পোশাক ছেড়ে পুরো শরীর আবৃত পোশাক পরে হাজির হন তারা।
বিষয়টিকে 'সেক্সুয়ালাইজেশনে'র বিরুদ্ধে অবস্থান হিসেবে ঘোষণা দিয়েছে জার্মান জিমন্যাস্টিকস ফেডারেশন।
অলিম্পিকের কোয়ালিফিকেশন রাউন্ডে জার্মান নারী জিমন্যাস্টদের দলটি পায়ের গোড়ালি পর্যন্ত আবৃত একটি পোশাক পরেন। অলিম্পিকের আসরে সাধারণত নারী জিমন্যাস্টদের হাইকাট লিওটার্ডের মতো সংক্ষিপ্ত পোশাকে দেখা যায়।
"বিষয়টি হলো স্বাচ্ছন্দ্য বোধ করার। আমরা দেখাতে চেয়েছিলাম যে প্রত্যেক নারীর, এমনকি সকলের নিজের পছন্দ অনুসারে পোশাক পরিধানের সিদ্ধান্ত নেওয়া উচিত," বলেন জার্মান জিমন্যাস্ট এলিজাবেথ সাইটজ।
তবে এবারই প্রথম নয়। এর আগে, গত এপ্রিল মাসে সুইজারল্যান্ডের বাজেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসের আসরে প্রথমবারের মতো তাদের পুরো শরীর আবৃত করা ইউনিটার্ডে দেখা যায়।
বৃহস্পতিবার পোডিয়াম ট্রেইনিংয়ের সময়েও দলটি একই পোশাক পরে।
এপ্রিলে জার্মান জিমন্যাস্টিকস ফেডারেশন জানায়, পোশাকটি 'জিমন্যাস্টিকস খেলায় সেক্সুয়ালাইজেশনে'র বিরুদ্ধে জানানো প্রতিবাদ।
"উদ্দেশ্য হলো জিমন্যাস্টদের নান্দনিকভাবে উপস্থাপন, একইসঙ্গে যেন তারা অস্বস্তি বোধ না করেন," জানায় ফেডারেশন।
আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের নীতি অনুসারে, লিওটার্ডের রঙের সাথে মিল রেখে ফুল কিংবা হাফ স্লিভ অথবা পা আবৃত করা পোশাক পরে প্রতিযোগিরা খেলায় অংশ নিতে পারেন।
সাইটজ জানান অংশগ্রহণকারী অন্য জিমন্যাস্টরাও তাদের পোশাকের বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি আশা করছেন, ভবিষ্যতে তারা সবাই নিজেদের পছন্দ অনুসারে খেলার পোশাক বেছে নিবেন।
দলটি জানায়, অলিম্পিকে ইউনিটার্ড পরে আসার সিদ্ধান্ত তারা মিলিতভাবেই নিয়েছে। কোচরাও তাদের সমর্থন জানিয়েছেন।
জিমন্যাস্ট সারাহ ভস বলেন, "আমাদের মেয়েদের এক্ষেত্রে বড় ভূমিকা ছিলো। কোচরাও আমাদের সাথে ছিলেন। তারা বলেছেন, আমরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করি, আত্মবিশ্বাস পাই সেটাই তারা চান। পোশাকটি আরামদায়ক হওয়ার পাশাপাশি আপনাকে ভালো বোধ করতেও সাহায্য করে।"
ইউনিটার্ড পরার বিষয়টি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন সাইটজ।
"আমাদের মনে হয়েছে আজকের জন্য এটাই আরামদায়ক হবে। তার মানে এই নয় যে আমরা আর কখনো আমাদের সাধারণ লিওটার্ড পরব না। এটা নিত্যদিনের সিদ্ধান্ত। আমরা কেমন বোধ করছি, কী চাইছি তার ওপর বিষয়টি নির্ভর করছে। প্রতিযোগিতার দিন কোনটা পরব সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেব," জানান সাইটজ।
সূত্র: সিএনএন