চিকেন পক্সের মতোই সংক্রামক করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট: সিডিসি রিপোর্ট
যতটা ভাবা হচ্ছিল, তার থেকেও বেশি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। এমনটাই উল্লেখ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) অভ্যন্তরীণ রিপোর্টে। সেখানে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক। এই ভ্যারিয়েন্টের ভ্যাকসিনের দ্বারা প্রাপ্ত রোগ প্রতিরোধের দেয়াল ভেঙে ফেলার সম্ভাবনাও বেশি তবে টিকাপ্রাপ্তদের অসুস্থতা বাড়াবাড়ি পর্যায়ে হবে না। টিকা নেয়া না থাকলে অন্যান্য পরিচিত ভ্যারিয়েন্টের চেয়ে আরও মারাত্মক উপসর্গ হতে পারে।
সিডিসির পরিচালক ড. রোশেল পি ওয়ালেন্সকি জানান, টিকাপ্রাপ্ত ব্যক্তিদের নাক ও মুখের মাধ্যমে একজন টিকা না নেওয়া ব্যক্তির সমপরিমাণ ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। তবে টিকাপ্রাপ্তদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার সংখ্যা টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় অতি নগণ্য।
ডেল্টা ভ্যারিয়েন্ট মার্স, সার্স, ইবোলা, সাধারণ সর্দি, মৌসুমি ফ্লু এবং স্মলপক্সের ভাইরাসের চেয়ে বেশি সংক্রমণযোগ্য। এটি চিকেন পক্সের সম পর্যায়ে সংক্রামক। এমনটাই উল্লেখ করা হয়েছে সিডিসি-র নথিতে। সিডিসির এই নথি বিশ্লেষণ করেছে নিউইয়র্ক টাইমস। সেখানেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। তার আগে দ্য ওয়াশিংটন পোস্ট ও সিডিসির এই নথির খবর প্রকাশিত হয়েছে।
অভ্যন্তরীণ নথিতে সিডিসি উল্লেখ করেছে যে, "সিডিসি ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন তথ্যাবলী নিয়ে বেশ চিন্তিত। এখনই পদক্ষেপ প্রয়োজন", জানান নাম প্রকাশে অনিচ্ছুক সিডিসির এক কর্মকর্তা।
বৃহস্পতিবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৭১ হাজার নতুন করোনা সংক্রমণের হদিশ মিলেছে। ড. ওয়ালেনস্কি টিকাপ্রাপ্তদের মাধ্যমে সংক্রমণকে বিরল ঘটনা বলে অভিহিত করেছেন। কিন্তু অন্যান্য বিজ্ঞানীদের মতে, আগে যতটা ভাবা হচ্ছিল, তার থেকে বেশি সংখ্যক টিকাপ্রাপ্ত সংক্রমণ ছড়াচ্ছেন।
গত মঙ্গলবার টিকাপ্রাপ্তদের জন্য নতুন মাস্কিং নির্দেশিকা জারি করে সিডিসি। সেখানে বলা হয়, সংক্রমণ বাড়ছে এমন এলাকায় ঘরের ভিতরেও মাস্ক পরা প্রয়োজন। তাছাড়া বাইরে তো মাস্ক পরতেই হবে। সিডিসি-র এই নির্দেশিকা সদ্য প্রকাশিত হওয়া রিপোর্টের ভিত্তিতেই সাজানো হয়েছিল, মনে করছেন অনেকেই।