অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হতে পারে আগামীকাল: স্বাস্থ্যমন্ত্রী
রোববার (১ আগস্ট) থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সময় টিভির প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম ডোজ নেওয়ার পর টিকা সংকটের কারণে যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি তাদেরকে আগামীকাল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে দেশে ১ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার পর আবারও দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হতে যাচ্ছে।
গত ৭ ফেব্রুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। ভারতে কোভিড পরিস্থিতি বিরূপ আকার ধারণ করায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ার পর অনেক টিকাগ্রহীতাই প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ পাননি।
কয়েক দফায় বাংলাদেশকে ৩ কোটি ডোজ টিকা সরবরাহের চুক্তি হয়েছিল বাংলাদেশ ও ভারতের সেরাম ইনস্টিটিউটের। তবে ৭০ লাখ ডোজ সরবরাহের পরই টিকা সরবরাহ বন্ধ করে দেয় সেরাম।