৩৩ বছরের রেকর্ড গুঁড়িয়ে দ্রুততম মানবী টম্পসন
আরও একবার কাছে গিয়েও ছুঁয়ে দেখা হলো না সোনালী পদকটি। অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণ জয়ের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল জ্যামাইকান নারী স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের। তার স্বপ্নের পথে এবারও বাধা স্বদেশী এলেইন টম্পসন হেরা। ফ্রেজার-প্রাইসকে পেছনে ফেলে টোকিও অলিম্পিকের দ্রুততম মানবী হয়েছেন টম্পসন।
অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে শনিবার টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে ১০. ৬১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন টম্পসন। রিও অলিম্পিকেও স্বর্ণ জিতেছিলেন তিনি। সেবার ১০.৭১ সেকেন্ড সময় নিয়ে সেরার মুকুট জিতেছিলেন জ্যামাইকার ২৯ বছর বয়সী এই স্প্রিন্টার।
এবার নিজের পুরনো রেকর্ড ছাড়িয়ে সোনার হাসি হাসলেন টম্পসন। অবশ্য কেবল নিজের রেকর্ডই নয়, স্বর্ণ জেতার পথে অলিম্পিকের ৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন কিংবদন্তি উসাইন বোল্টের দেশের এই নারী স্প্রিন্টার।
৩৩ বছরের পুরনো রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার দখলে। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে ১০ দশমিক ৬২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেই তা ছাড়িয়ে নতুন করে রেকর্ড লিখলেন টম্পসন।
এরপরও সর্বকালের সেরা রেকর্ড গড়া হয়নি তার। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের অলিম্পিক ইতিহাসে টম্পসনের টাইমিং দ্বিতীয় সেরা। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে অলিম্পিক ট্রায়ালে ১০ দশমিক ৪৯ সেকেন্ড নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন গ্রিফিত।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দিনটা ছিল পুরোপুরি জ্যামাইকার। এই ইভেন্টে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ; সবগুলো জিতেছে জ্যামাইকা। অলিম্পিকের ইতিহাসে যা বিরল এক ঘটনা। ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পেয়েছেন বেইজিং ও লন্ডন অলিম্পিকের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস। ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার আরেক স্প্রিন্টার শেরিকা জ্যাকসন।