বিএসএমএমইউ রোগীদের জন্য করোনাভাইরাসের র্যাপিড টেস্ট শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রোগীদের জন্য করোনাভাইরাস দ্রুত শনাক্তকরণের লক্ষে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।
রোববার সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এই টেস্টের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীরা কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে এই পরীক্ষা করার সুযোগ পাবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিএসএমএমইউ ল্যাবরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, 'করোনাভাইরাসের এই মহামারির সময়ে অন্তঃসত্ত্বা মায়েরা ঝুঁকিতে রয়েছেন, অনেকেই আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এ অবস্থায় তারা যেন চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন।'