চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, নিহত ১৬
চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতের ঘটনায় বরসহ ১৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণপুরের চর পাকা এলাকায় পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ছাবের আলী প্রামাণিক জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নৌকায় করে ৪০ জন বরযাত্রী শিবগঞ্জে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাটি নারায়ণপুর এলাকায় পৌঁছার পর হঠাৎ বজ্রপাত হয়। এতে বরসহ ১৬ জন বরযাত্রী নিহত হন। আহত হন ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।
এই খবর ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।