শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা
আগামীকাল শুক্রবার (৬ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।
ঢাকা থেকে পরিচালিত রুটগুলোর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।
বৃহস্পতিবার ইউএস-বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ৭২ আসন বিশিষ্ট ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।'
৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৪টি এয়ারক্রাফট ইউএস-বাংলার বিমান বহরে রয়েছে বলেও জানানো হয়।
অভ্যন্তরীণ রুটের টিকেট রিজার্ভেশনের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানায় এয়ারলাইন্সটি।