বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবান অগ্রাহ্য করে সেপ্টেম্বরেই টিকার বুস্টার ডোজ দেবে ফ্রান্স, জার্মানি
করোনা সংক্রমণ রুখতে টিকার তৃতীয় ডোজ তথা বুস্টার শট প্রয়োজন- কোনও কোনও দেশ এমনই মনে করছে। কিন্তু একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধনী দেশগুলোকে আহবান জানিয়ে বলে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত তারা যেন করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া স্থগিত রাখে।
কিন্তু তাদের সেই আহবানে সাড়া না দিয়ে জার্মানি ও ফ্রান্স জানিয়ে দিল তারা সেপ্টেম্বর থেকেই টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, যেভাবে ধনী দেশগুলো টিকা ব্যবহার করছে তা মেনে নেওয়া যায় না। তাই অন্তত সেপ্টেম্বর পর্যন্ত যেন কোনও দেশই বুস্টার ডোজ না দেয়।
"ডেল্টা স্ট্রেইন নিয়ে সমস্ত বিশ্বের উদ্বেগের কারণটা বুঝি। বিশ্বের বহু ধনী দেশ ইতিমধ্যেই উৎপাদিত ভ্যাকসিনের সিংহভাগ ব্যবহার করে ফেলেছে," এই পরিস্থিতিতে দরিদ্র দেশগুলোর টিকাকরণ বৃদ্ধির দিকে জোর দেন তিনি।
আরও পড়ুন- টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তে মতপার্থক্য বাড়ছে ধনী দেশগুলোতে
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন আবেদনে পাত্তা না দিয়ে ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো শুরু করতে চলেছে করোনার বুস্টারের প্রয়োগ। মূলত বয়স্ক ও ঝুঁকিপূর্ণদের ক্ষেত্রেই আপাতত এটি ব্যবহার করা হবে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, "তৃতীয় ডোজ প্রয়োজনীয় বলেই মনে করা হচ্ছে। তবে সকলের জন্য নয়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বয়স্কদের ক্ষেত্রে এর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে।"
এদিকে জার্মানি জানিয়েছে গুরুতর অসুস্থ, অত্যধিক বয়স্ক ও নার্সিংহোমের রেসিডেন্টদের ক্ষেত্রেই প্রয়োগ করা হবে করোনা টিকার তৃতীয় ডোজ।
প্রসঙ্গত, এর আগেও টিকা বৈষম্য নিয়ে সরব হতে দেখা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। দরিদ্র দেশগুলোকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে অবিলম্বে গণ টিকাকরণ শুরুর কথা জানিয়ে ডব্লিউএইচও প্রধান ধনী দেশগুলোর কাছে টিকার জন্য আবেদন জানিয়েছিলেন।
- সূত্র- সংবাদ প্রতিদিন