চট্টগ্রামে রোববার থেকে আবারও দেওয়া হবে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ
চার মাস পর আগামী রোববার থেকে করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রামে অক্সফোর্ডের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুক্রবার সকালে এক লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন পৌঁছানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে চট্টগ্রামে পৌঁছেছে ৩৮ হাজার ৪০০ ডোজ যুক্তরাষ্ট্রের মডার্না ও চীনের তৈরি সিনোফার্মের ১ লাখ ২০ হাজার ডোজ টিকা। এসব বিষয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, শুক্রবার সকালে বেক্সিমকো কোম্পানির একটি ফ্রিজার ভ্যানে করে ভ্যাকসিনগুলো চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। জেলা সিভিল সার্জনের নেতৃত্বাধীন ছয় সদস্যের কমিটি সেগুলো গ্রহণ করে।
ভ্যাকসিনগুলো ইপিআই স্টোররুমে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যারা পাননি, তাদের এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে।
এর আগে, সারা দেশের মতো চট্টগ্রামেও গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আসা মাঝখানে বন্ধ হয়ে যাওয়ায় এক লাখেরও বেশি মানুষ নিবন্ধনের পর প্রথম ডোজ নিয়েও দ্বিতীয় ডোজ দিতে পারেননি।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, চট্টগ্রামে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় ৮ এপ্রিল থেকে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত চট্টগ্রামে করোনার প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন। কিন্তু দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেয়েছেন ৩ লাখ ১১ হাজার ৩৭৭ জন।
প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন, এমন প্রায় দেড় লাখ টিকা গ্রহীতা এখনো দ্বিতীয় ডোজ পাননি।