ইরাকে আইএস নেতা আটক, ওজন বেশি হওয়ায় নেওয়া হলো পিকআপে
ইরাকের মসুল শহর থেকে ইসলামিক স্টেটের (আইএস) ‘আলোচিত’ এক নেতাকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিশেষ অস্ত্র ও কৌশল দল সোয়াত।
নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এনডিটিভির রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুলিশের গাড়িতে জায়গা হচ্ছিল না 'জাব্বা দ্য জিহাদি' হিসেবে পরিচিত প্রায় ২৫০ কেজি ওজনের এই আইএস নেতার। পরবর্তী সময়ে তাকে একটি পিকআপে করে গন্তব্যে নেওয়া হয়।
ইরাকি বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, আটককৃত মুফতি আবু আবদুল বারি 'নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের' জন্য পরিচিত। তিনি 'আইএস গংদের' গুরুত্বপূর্ণ নেতা।
বিবৃতিতে আরও বলা হয়, আইএসের প্রতি আনুগত্য স্বীকার করতে না চাওয়া আলেমদের হত্যা করতে 'ফতোয়া' দিতেন আবদুল বারি।
বারিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন লন্ডনভিত্তিক ইসলামবিরোধী চরমপন্থা নিয়ে কাজ করা মাজিদ নাওয়াজ। বারির ছবি সংযুক্ত করে দেওয়া পোস্টে তিনি আইএস নেতার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিদ্রুপ করেন।
স্ট্যাটাসে মাজিদ নাওয়াজ লেখেন, এটা ভালো যে, সিরীয়, ইরাকি ও অন্যরা এই আবর্জনার অবমূল্যায়ন দেখেছে। তার এই স্থুলকায়, অনড় ও অপমানজনক পরিণতি আইএস নির্বোধদের জন্য আরেকটি ধাক্কা, যারা মনে করেছিল স্রষ্টা তাদের সঙ্গে আছে।