অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব
জিম্বাবুয়ে সফর দিয়ে স্বরূপে ফেরা আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস রচনা করা। দলের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখায় সিরিজ সেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের দখলে। দারুণ এই পরফরম্যান্সে এবার হারানো সিংহাসনও ফিরে পেলেন বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। শীর্ষে ফিরতে দীর্ঘ সময়ই অপেক্ষা করতে হলো বাংলাদেশ প্রাণ ভোমরাকে। তিন বছরেরও বেশি সময় পর হারানো মুকুট ফিরে পেলেন তিনি।
প্রতি সপ্তাহে র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বুধবার র্যাঙ্কিং প্রকাশ করেছে। নতুন এই র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন সাকিব।
২০১৮ সালের মার্চে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে আফগান অলরাউন্ডার নবীর চেয়ে রেটিং পয়েন্টে অনেক পিছিয়ে ছিলেন তিনি। অজিদের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে ৩৪ পয়েন্ট যোগ করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিবের রেটিং পয়েন্ট ২৮৬, এক পয়েন্টে পিছিয়ে থাকা নবীর পয়েন্ট ২৮৫।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ব্যাটে-বলে কাণ্ডারির ভূমিকায় ছিলেন সাকিব। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জেতার পথে সিরিজ সেরা সাকিব দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ রান করেন, বল হাতে নেন ৭টি উইকেট। শেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে ১০০ উইকেট ও ১ হাজার রানের মাইলফলক গড়েছেন তিনি। বাংলাদেশের একমাত্র বোলার ও বিশ্বের প্রথম স্পিনার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের (১০২) মালিক হয়েছেন সাকিব। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছান তিনি। ১০৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেওয়া মুস্তাফিজুর রহমান বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৩.৫২ ইকোনমি ও ৮.৫৭ গড়ে ৭ উইকেট নেওয়া বাঁহাতি এই পেসার ২০ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন দশম স্থানে। ২০১৮ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিলেন তিনি।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট নেওয়া নাসুম আহমেদেরও উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। ৬৬ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিং সেরা ইংল্যান্ডের দাভিদ মালান।