হামলার পর কাবুল বিমানবন্দরে আটকে পড়াদের সরিয়ে নিতে অভিযান অব্যাহত দূতাবাসগুলোর
দুই দফা বোমা হামলায় অন্তত ৯০ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার পর, শুক্রবার সকালে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার অভিযান পুনরায় শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজনকে বিমানে করে সরিয়ে নেয়া হচ্ছে।
ন্যাটোর একজন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আফগানিস্তানে অবস্থানরত সকল বিদেশী বাহিনী আগামী ৩০ আগস্টের মধ্যে তাদের নাগরিক এবং দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েছে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার জোট রাষ্ট্রগুলো জানায়, তারা ৩১ আগস্টের সময়সীমার মধ্যে যত বেশি সম্ভব মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
আফগানিস্তানে এখনও প্রায় ১,৫০০ মার্কিন নাগরিক রয়েছে; যুক্তরাজ্য জানিয়েছে সেদেশে তাদের নাগরিক রয়েছে ৪০০ জন।
জার্মানির মতে, আনুমানিক ২০০ জার্মান নাগরিক কাবুলে রয়ে গেছে।
অন্যদিকে দেশটিতে কোনো ফরাসি নাগরিক এখনও রয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত না হলেও ফ্রান্স আশা করছে তারা শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের সরিয়ে আনার অভিযান সম্পন্ন করবে।
একই কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানীর বিমানবন্দরে 'নিন্দনীয়' হামলা সত্ত্বেও দেশটি থেকে যুক্তরাজ্যের মানুষকে সরিয়ে নেওয়ার জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে।