জাপান থেকে ৬ লাখ ডোজের অ্যাস্ট্রাজেনেকা টিকার চালান ঢাকার পথে
জাপানের তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকার ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজের পঞ্চম চালান আজ শনিবার ঢাকায় আসার কথা রয়েছে। ক্যাথে প্যাসিফিক ফ্লাইটটি টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
শুক্রবার জাপান থেকে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার এই চালান পাঠানো হয়েছে। এই চালানসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিএইচও)- কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ জাপান থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে।
এসময় জাপানের নারিতা বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তার সঙ্গে কমার্শিয়াল কাউন্সিলর ডা. আরিফুল হক ও মিশন থেকে সচিব (প্রেস) মো. শিপলু জামান উপস্থিত ছিলেন।
অন্যতম বিশ্বস্ত অংশীদার এবং বন্ধু হিসেবে কোভিড-১৯ এর চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহায়তার প্রশংসা করেছে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।