কাবুলে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনারা
সেনা প্রত্যাহার ঘোষণার পর এটাই যুক্তরাষ্ট্রের প্রথম সেনা অভিযান।
আজ রোববার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কাবুলে সামরিক হামলা চালিয়েছে।
সেনা প্রত্যাহার ঘোষণার পর এটাই যুক্তরাষ্ট্রের প্রথম সেনা অভিযান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, আইএসআইএস-কে'র সন্দেহভাজন জঙ্গিদের উপর লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এটি শুধু প্রাথমিক তথ্য, এবং অভিযানের গতিবিধিতে পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছেন তারা।