শূন্যে নাচলেন নওশাবা
শূন্যের ওপরে গাছের সঙ্গে ঝুলে নাচলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রায় ২০ ফুট লম্বা একটি কাপড়ের সঙ্গে বেঁধে শূন্যে ঝোলানো হয় তাকে। সেখানেই তিনি নাচের মুদ্রা তোলেন।
বিশেষ এই নাচের নাম 'অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট'। অনন্য মামুন পরিচালিত 'অমানুষ' ছবিতে দেখা যাবে এটি। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে।
শুটিং শেষে কথা হয় কাজী নওশাবার সাথে। তিনি বলেন, 'এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। নতুন এক্সপেরিমেন্ট। নাচটির কোরিওগ্রাফার আলিফ যখন আমাকে বললেন, মনে হলো চেষ্টা করি। তার উৎসাহ, পরিচালকের সহযোগিতা, সবকিছু মিলিয়েই কাজটি করা হয়েছে। আমি শারীরিকভাবে ফিট না। কয়েকবছর আগে অ্যাকসিডেন্টের পর ডাক্তার আমাকে ঝুঁকিপূর্ণ শুটিং করতে মানা করেছেন। তবু মনে হলো নতুন জিনিসটার সঙ্গে পরিচিত হই।'
নাচটি নিয়ে কথা হয় কোরিওগ্রাফার মোফাসসল আলিফের সঙ্গে। বলেন, "আমি জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি থেকে মাইক্রো বায়োলজিতে মাস্টার্স কমপ্লিট করে মুম্বাইয়ে নাচের ওপর স্কলারশিপ নিয়ে পড়তে যাই। সেখানেই 'অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট' নাচটার সঙ্গে পরিচিত হই। এটা আসলে গাছের সঙ্গে ঝুলে তারপর নাচতে হয়। এটা একেবারেই নতুন টার্ম।"
তিনি জানান, 'অমানুষ' ছবিতে এই নাচের সঙ্গে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রসংগীত 'আমার হিয়ার মাঝে...'। সাড়ে চার মিনিটের এই গানের সঙ্গে 'অ্যারিয়েল সিল্ক অ্যাক্ট' পারফরমেন্স প্রায় এক মিনিট। বাকি সময় অন্য মুদ্রা ব্যবহার করা হয়েছে।
আলিফ বলেন, 'সত্যি এটা খুব কঠিন নাচ। কিন্তু ছবিতে নওশাবার যে চরিত্র, মনে হলো তার সঙ্গে এই নাচটা যায়। এ কারণেই এক্সপেরিমেন্টটা করা। ছবিতে বা ভিডিওতে হয়তো সেভাবে মানুষ বুঝতে পারবেন না। কিন্তু এটা করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। আমরা টানা তিনদিন রিহার্সাল করেছি।'
'অমানুষ' ছবিতে নওশাবা ছাড়াও অভিনয় করেছেন নিরব। আরও আছেন মিথিলা, মিশা সওদাগর, নওশাবা, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও প্রমুখ।
অনন্য মামুন জানান, থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। এই নাচের মাধ্যমে শেষ হলো ছবিটির শুটিং। এখন ডাবিং-এডিটিং শেষ করে ভালো দিন দেখে মুক্তি দিতে চান 'অমানুষ'।