আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আরিয়ানার একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
বিমানটিতে কতজন যাত্রী ছিল বা কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
গজনি শহরে অবস্থিত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নুরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে দেহ ইয়াক জেলার সাদো খেল এলাকায় বিধ্বস্ত হয় আরিয়ানা আফগান এয়ারলাইন্সের বোয়িং বিমানটি।"
প্রাদেশিক কিছু সূত্রে জানা যায়, হেরাত থেকে গজনির একটি বিমানবন্দরে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হতাহতের সংখ্যার বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি বলে আফগানিস্তানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়, তালেবান নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার স্থানে আফগানিস্তানের বিশেষ বাহিনীর সদস্যদের পাঠানো হবে।
পার্বত্য গজনি প্রদেশ হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত। শীতকালে প্রদেশটিতে প্রচণ্ড শীত থাকে।
আফগানিস্তানে ২০০৫ সালে বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে। সে সময় তুষারাচ্ছন্ন আবহাওয়ায় হেরাত থেকে রাজধানী কাবুলে যাওয়ার পথে অবতরণের সময় পাহাড়ে বিধ্বস্ত হয় একটি বিমান।
দেশটিতে ১৯ বছর ধরে চলা যুদ্ধে অনেক সামরিক বিমানও বিধ্বস্ত হয়েছে।
এর মধ্যে ২০১৩ সালে কাবুলের উত্তরে বাগরাম বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের বোয়িং ৭৪৭ কার্গো বিমান বিমান।
এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছিল। দুর্ঘটনায় সাত ক্রুর সবাই নিহত হন।