ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে আজ
বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত থাকবেন।
কোভ্যাক্স সুবিধার আওতায় আজ বুধবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে আসার কথা রয়েছে।
বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান এসে পৌঁছবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।
বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।