পিইসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে হবে: প্রতিমন্ত্রী
দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা দৈনিক ক্লাসে অংশ নেবে। তাই চলতি বছর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে কিনা- প্রতিমন্ত্রীকে সে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে জাকির হোসেন বলেছেন, "সংশোধিত সিলেবাসের ভিত্তিতে অবশ্যই পরীক্ষা হবে।"
ছয়টি বিষয়ের পরীক্ষাই নেওয়া হবে কিনা- এব্যাপারে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেছেন, "সবকিছু পরিস্থিতি বলে দেবে। পরিস্থিতি অনুকূল থাকলে, ছয় বিষয়ের পরীক্ষাই নেওয়া হবে। এজন্য আমাদের প্রস্তুতি রয়েছে।"
এছাড়াও, প্রাথমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের কথাও জানান প্রতিমন্ত্রী।
গতকাল রোববার (৫ স্পেটেম্বর) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। মহামারির কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান সচল করার এ ঘোষণা আসে।
সেখানে বলা হয়, চলতি বছর ও আগামী বছর যেসব শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে, তাদেরকে নিয়মিত ক্লাসে অংশ নিতে হবে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাস করবে।