দুই বছর পর বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা দশে সাকিব
টি-টোয়েন্টি ফরম্যাটের র্যাঙ্কিং সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সংস্করণের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রায় সময়ই সেরা পাঁচের মধ্যে থাকেন তিনি। কিন্তু বোলারদের র্যাঙ্কিংয়ে যে পিছিয়ে পড়েছিলেন, সামনে আগানোই হচ্ছিল না। অবশেষে বোলার সাকিব সেরা দশে উঠে এসেছেন।
বুধবার আইসিসির প্রকাশ করা সাপ্তাহিক হালনাগাদে তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। ৬২৮ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছেন সাকিব। দুই বছরের মধ্যে এই প্রথম বোলারদের সেরা দশে জায়গা করে নিলেন তিনি।
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আছেন ১০ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৬১৪। বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী হাসান। ডানহাতি এই অফ স্পিনার ৬৭ ধাপ এগিয়েছেন। ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছেন তিনি।
সেরা পাঁচে কোনো পরিবর্তন আসেনি। স্পিনাররা সেরা পাঁচটি স্থান ধরে রেখেছেন, এর মধ্যে তিনজনই লেগ স্পিনার। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার চায়না ম্যান বোলার তাবরাইজ শামসি। দুই নম্বরে আছেন লঙ্কান লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা। তার রেটিং পয়েন্ট ৭৬৪।
৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। চার নম্বরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ, তার রেটিং পয়েন্ট ৬৮৯। আফগানিস্তানের ডানহাতি অফ স্পিনার মুজিব-উর-রহমান ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে।