সিলেটে ৯ জঙ্গি আটক
সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৯ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নগরীর শাহপরান থানা এলাকার আরামবাগের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় পুলিশের বিশেষায়িত দল কাউন্টার টেররোরিজম ইউনিট।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
আটককৃতরা হলেন- বগুড়ার আব্দুল মান্নান আখন্দের ছেলে মানিক আখন্দ, নোয়াখালীর আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর, সিলেটের জকিগঞ্জের মখদ্দস আলীর পুত্র রাসেল আহম্মদ, একই এলাকার মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহমদ, কুমিল্লারা আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ, সুনামগঞ্জের আব্দুল আজিজের ছেলে তমিউদ্দিন সুমন, রাজশাহীর কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম, সিলেটের টুকেরবাজারের আব্দুস সালামের ছেলে জুয়েল আহম্মেদ, ও সিলেটের গোলাপগঞ্জের আলাউদ্দিনের ছেলে স্বপন আহম্মেদ।
আটককৃতদের কাছে থেকে মোবাইল ফোন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কাগজপত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
পরিতোষ ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল সিলেটে এসে এ অভিযান পরিচালনা করে। সিলেট মহানগর পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান।
আটক ৯ জনকে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।