যশোরে ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
চাঁদাবাজির অভিযোগে যশোরের অভয়নগর থানার ওসি, এক এসআই ও এএসআই’র বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের গাজী ইউসুফের স্ত্রী ফারজানা ইয়াসমিন মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ রায় ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান।
মামলায় উল্লেখ করা হয়েছে, ওসি তাজুল ইসলাম ও অন্য আসামিরা বাদীর ভাশুর আবুল কালামকে বাড়িতে থাকতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পুলিশের ভয়ে বাদীর শ্বশুর আমির আলী গাজী গত ৩০ ডিসেম্বর এক লাখ টাকা ওসিকে দিয়ে আসেন। এ সময় বাদীর স্বামী গাজী ইউসুফ সঙ্গে ছিলেন। বাকি চার লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় ইউসুফকে পুলিশ চারদিন ধরে থানা হাজতে আটকে রাখে। পরে ১১ ডিসেম্বর তাকে বিস্ফোরক মামলায় আদালতে চালান দেয় পুলিশ।
মামলার আইনজীবী কাজী ফরিদুল ইসলাম জানান, আদালতের বিচারক সাহাদত হোসেন বিষয়টি আমলে নিয়েছেন।