বাগদান ঘোষণার ২দিন পরেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন ব্রিটনি
দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগারির সঙ্গে বাগদানের ঘোষণার মাত্র দুদিন পরেই, মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ (ডিঅ্যাক্টিভেট) করে দিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স।
ব্রিটনির ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ব্রিটনি এরই মধ্যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। তিনি এই কাজটি অনেকদিন ধরেই করতে চাইছিলেন।
ব্রিটনি নিজেও টুইট বার্তায় জানান, বাগদান উদযাপনের জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নিয়েছেন।
এদিকে দুই সপ্তাহ পরেই গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই তারকাকে আদালতের শুনানিতে হাজির হতে হবে। তিনি আদালতের কনজারভেটরশিপের অধীনে থাকবেন কিনা, সেদিন তা নির্ধারণ করা হবে।
গত ১৩ বছর ধরে ব্রিটনি স্পিয়ার্সের বাবা, জেমি স্পিয়ার্স আইনগতভাবে তার সহায়-সম্পত্তি ও ব্যক্তিগত জীবনের তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন। বাবার হস্তক্ষেপ আর মেনে নিতে পারছিলেন না গায়িকা।
চলতি মাসের শুরুতেই ব্রিটনির বাবা এই কনজারভেটরশিপ বাতিলের জন্য আদালতে একটি পিটিশন জমা দিয়েছেন। সেখানে ব্রিটনির দুটি সাক্ষ্য প্রমাণ হিসেবে দেওয়া হয়েছে, যেখানে নিজের স্বাধীনতা চেয়ে আকুল আবেদন জানিয়েছেন তিনি। সাক্ষ্যে ব্রিটনি এও উল্লেখ করেন, তিনি তার বাবার বিরুদ্ধে 'কনজারভেটরশিপের অপব্যবহার' এর অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন।
ব্রিটনির মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।