শীর্ষস্থান হারালেন সাকিব, মুস্তাফিজের উন্নতি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিস্প্রভ থেকে গেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। চার ম্যাচে তার মোট রান মাত্র ৪৫, উইকেট নিয়েছেন ৪টি। এই পারফরম্যান্সের প্রভাব পড়লো আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে।
গত সপ্তাহের হালনাগাদে শীর্ষস্থানে ছিলেন সাকিব। কিন্তু কিউইদের বিপক্ষে ব্যাটে-বলে আলো ঝরাতে না পারায় বাঁহাতি এই অলরাউন্ডার দুই নম্বরে নেমে গেছেন। তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।
গত সপ্তাহের আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সাকিব এক ধাপ নেমে গেলেও বোলারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। বাঁহাতি এই পেসার ১০ থেকে ৮ নম্বরে উঠে এসেছেন। সাকিব আছেন নয় নম্বরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা চতুর্থ টি-টোয়েন্টিতে একেবারে নিষ্প্রভ ছিলেন সাকিব। ২৫ রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি, রান করেন ৮। এই ম্যাচটিই মূলত র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে দুই নম্বরে নেমে গেছেন সাকিব। এখন তার রেটিং পয়েন্ট ২৭৫। শীর্ষে ওঠা আফগান অলরাউন্ডার নবীর রেটিং পয়েন্ট ২৮৫।
অসাধারণ বোলিংয়ে ৮ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন দুই ধাপ। তার রেটিং পয়েন্ট ৬২৬। বোলার র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিযেছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। ২৫ ধাপ এগিয়ে নাসুম ১৫তম ও ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে উঠে এসেছেন। দুই স্পিনারেরই এটা ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
রোলারদের র্যাঙ্কিংয়ে ৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার (বাঁহাতি রিস্ট স্পিনার) তাবরাইজ শামসি। দুই নম্বরে আছেন লঙ্কান লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা, তার রেটিং পয়েন্ট ৭৪৭। আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন।