খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'আমাদের কাছে একটা আবেদন এসেছিল। আমরা যথাযথ প্রক্রিয়া করতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছিল সে অনুযায়ী প্রক্রিয়া চলছে।'
তিনি বলেন, 'একটা প্রক্রিয়া চলছে, কারণ সেপ্টেম্বরের কোনো এক তারিখেই এর সময় ছিল। এটা আসলে প্রক্রিয়াধীন রয়েছে।'
এর আগে ১২ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে প্রথমে কারাগারে যেতে হবে। তারপর সেখান থেকে বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে হবে।
ইউএনবির সঙ্গে আলাপকালে আনিসুল হক বলেন, 'পরিবারের করা আবেদনের বিষয়ে ইতোমধ্যে আইন মন্ত্রণালয় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিত ও মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর মতামত দিয়েছে।'
মন্ত্রী বলেন, 'ফৌজধারী কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন পুনর্বিবেচনাক সুযোগ নেই। তাকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে। তবে আবেদন করলেই তা অনুমোদন হয়ে যাবে এমন নয়। এটি সরকারের ইচ্ছার ওপর নির্ভর করবে।'