কর্মচারীদের হোম অফিস করার নির্দেশনা ইভ্যালির
শনিবার ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি প্রতিষ্ঠানটির সব কর্মচারীকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
ইভ্যালির ফেসবুক পেজে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ইভালির সমস্ত কার্যক্রম যথারীতি 'হোম অফিস' পদ্ধতির অধীনে চলবে।"
এদিকে, কোম্পানিটি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এর প্রধান কার্যালয় বন্ধ করে দিয়েছে বলে জাগো নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে।
এর আগে, কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির মুখে গত জুনে অফিস বন্ধ করে ইভ্যালি। গত ২২ আগস্ট আবার নিয়মিত অফিস কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
শুক্রবার, তাদের ফেসবুক পেজে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইও এবং চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ইভালির স্বাভাবিক ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আমাদের প্রধান দুজন সিগনেটরি- সম্মানিত সিইও এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে আমরা আমাদের সেলারদের নিয়মিত বিল দিতে পারছি না,"
তাদের ওয়েবসাইটে আসা সব টি১০ এর অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে বলে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আটক করে র্যাব। পরে গ্রেপ্তারকৃতদের র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।
দুইজনকেই তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।