নেতৃত্বে থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে ২০২৩ বিশ্বকাপে যাবেন তামিম
ওয়ানডেতে ঘরের মাঠে সব সময়ই শক্তিশালী দল বাংলাদেশ। বড় বড় দলের বিপক্ষে আছে সিরিজ জয়ের মধুর স্মৃতি। বিদেশের মাটিতেও এই ফরম্যাটে ছেড়ে কথা বলে না বাংলাদেশ। ব্যক্তিগত সাফল্যেও চার সিনিয়র ক্রিকেটারের ঝুলি বেশ সমৃদ্ধ। কিন্তু ট্রফি জয়ের হিসেব কষলেই মন খারাপের অবস্থা।
ত্রিদেশীয় সিরিজ জয় ছাড়া বলার মতো তেমন কিছুই নেই বাংলাদেশের ঝুলিতে। বিশ্বমঞ্চে শিরোপা এখনও অধরা। আক্ষেপ ঘোচাতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে বড় সুযোগ হিসেবে দেখছেন তামিম ইকবাল। তখন পর্যন্ত নেতৃত্বে থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে খেলতে যেতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের সঙ্গে ফেসবুকে 'চিলিং উইথ রাসেল' শো-তে স্বপ্নের কথা জানাতে গিয়ে তামিম বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আমার অনেক কিছু পাওয়ার আছে। এখন আমার বয়স ৩২-৩৩, আরও পাঁচ বছর ভালোভাবেই আছে আমার সামনে।'
'ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি আমি। যদি দেখেন, আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ; আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনও আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।' যোগ করেন তামিম।
'অভিজ্ঞতার শেষ নেই' নীতিতে বিশ্বাসী হলে বাংলাদেশের সিনিয়র এই চার ক্রিকেটার আরও অভিজ্ঞ হয়ে ২০২৩ বিশ্বকাপে অংশ নেবেন। তাই এই বিশ্বকাপে ভালো সুযোগ দেখছেন তামিম।
বাংলাদেশ ওপেনার বলেন, '২০২৩ বিশ্বকাপ আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই, যা বাংলাদেশ সব সময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই সুযোগ আছে।'
গত বছরের মার্চে ওয়ানডের অধিনায়কত্ব পান তামিম। তার নেতৃত্বে শেষ দুটি ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে টিকে গেলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্ব আসরটিতে অংশ নিতে চান তামিম।
অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে 'আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই।' এসব নানা কথা, কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চাই যে, শিরোপা জিততে এসেছি। শুধু খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে, এটাই আমার ভাবনায় আছে।'