করোনা ভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু ফিলিপাইনে
প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের বাইরে প্রথম মৃত্যু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে।
বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত ব্যক্তি ৪৪ বছর বয়সী এক পুরুষ, যার বাড়ি ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশের উহানে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তিনি ফিলিপাইনে যাওয়ার আগেই ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের।
এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ চীন থেকে বিদেশিদের আসার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে।
এ ছাড়া সংক্রমণ আতঙ্কে দেশগুলো চীন থেকে আসা নিজ নাগরিকদেরও আলাদা করে রাখছে।
আক্রান্তের দিক থেকে ২০০৩ সালের সার্স ভাইরাসকেও ছাড়িয়ে গেছে করোনা। তবে নতুন ভাইরাসে মৃতের হার অনেক কম।
ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভাইরাসে মৃত্যু হওয়া ব্যক্তি উহান থেকে হংকং হয়ে ফিলিপাইনে যান।
তার সঙ্গে ফিলিপাইনে গিয়েছিলেন ৩৮ বছর বয়সী এক চীনা নারী। তিনিও এ ভাইরাসে আক্রান্ত।
ফিলিপাইনের কর্মকর্তারা জানান, আক্রান্ত পুরুষটিকে রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তী সময়ে তিনি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হন, যাতে তার মৃত্যু হয়।