মেলায় রথীন্দ্রনাথ সরকারের বই ‘যুদ্ধ ও জীবনের গল্প’
জীবনে চলার পথে প্রতিনিয়ত বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হয় মানুষকে। জীবনভর চলে এ যুদ্ধ। মানবজীবনের অন্তহীন এ লড়াইকে উপজীব্য করে ‘যুদ্ধ ও জীবনের গল্প’ লিখেছেন তরুণ লেখক রথীন্দ্রনাথ সরকার।
অমর একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী।
অমর একুশে গণ-গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ সরকার। বর্তমানে তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে কনজ্যুমার গ্রুপ বাংলাদেশের (সিবিজি) ট্রেইনিং ম্যানেজার হিসেবে কর্মরত।
বিশ্ববিদ্যালয় জীবন থেকে গল্প, কবিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণামূলক লেখালেখি করেন রথীন্দ্রনাথ। ২০১৯ সালে প্রকাশিত হয় তার আত্ম-উন্নয়নমূলক বই ‘স্বপ্ন পূরণের পাঁচ’।
বইমেলাকে কেন্দ্র করে অনন্যা প্রকাশিত লেখকের বইটি পাওয়া যাবে পাঁচ নম্বর প্যাভিলিয়নে।
সেখান থেকে লেখকের অটোগ্রাফসহ বইটি সংগ্রহ করা যাবে। এ ছাড়াও ১৬২৯৭ নম্বরে ফোন করে ঘরে বসে বইটি পাওয়া যাবে।