বিসিবি নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী সাকিব-মুশফিকদের কোচ
ঘনিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের সময়। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাচন। মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল ২৪ ও ২৫ সেপ্টেম্বর। শেষ দিনে মনোনয়নপত্র কিনেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ অনেক ক্রিকেটারের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম।
বিকেএসপিতে থেকে কাউন্সিলরশিপ পাওয়া নাজমুল আবেদীন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচন করবেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা (বিকেএসপি) প্রতিষ্ঠান থেকে কোচিং ক্যারিয়ার শুরু নাজমুল আবেদীনের। ১৯৮৮ সাল থেকে প্রায় ১৭ বছর বিকেএসপিতে কাজ করেন তিনি। এরপর বিভিন্ন ভূমিকায় বিসিবিতে ১৪ বছর দায়িত্ব পালন করে আবার বিকিএসপিতে ফিরে যান প্রৌঢ় এই কোচ। সেখানে ক্রিকেট উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন নাজমুল আবেদীন। ক্রিকেটের উন্নয়নে এবার বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে নাজমুল আবেদীন বলেন, 'নিজেকে অনেক পরিণত এবং অভিজ্ঞ বলে মনে করি। ক্রিকেটের উন্নয়নে পরিচালনা পরিষদে আসা আমার জরুরী মনে হয়েছে। ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনা এবং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো পারব বলেই বিশ্বাস আমার। সেই বিশ্বাসই আমাকে বিসিবির পরিচালক পরিষদ নির্বাচন করতে উৎসাহিত করেছে। তাই দাঁড়িয়েছি। আমার বিশ্বাস আমি ক্রিকেটের উন্নয়নে বোর্ডে কাজ করতে পারব।'
কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন নেতৃত্বের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দেওয়ার অঙ্গিকার নাজমুল আবেদীনের। অভিজ্ঞ এই কোচ বলেন, 'তিনিও বোর্ডে নতুন মুখ চান। যারা নতুন নতুন চিন্তা ভাবনা ও প্রতিশ্রুতি নিয়ে আসবে। আমি সেই নতুনের কেতন ওড়াতে চাই।'
ক্যাটাগরি-৩ থেকে ভোটার সংখ্যা ৪৩ জন। যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। নাজমুল আবেদীনের বিশ্বাস, কাউন্সিলররা তার প্রতি আস্থা রাখবেন। তিনি বলেন, 'আমার বিশ্বাস ও আস্থা দীর্ঘদিন ক্রিকেট অঙ্গনে আছি, খেলেছি এবং কোচিং করিয়েছি, করাচ্ছি। এবার বোর্ড ব্যবস্থাপনায় আসতে চাই। ক্রিকেট উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।'
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন শ্রেণি থেকে কাউন্সিলর হওয়ার কথা মোট ১৭৪ জনের। বোর্ড পরিচালক হবেন ২৫ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক থাকবেন ২ জন। তবে খসড়া তালিকা অনুযায়ী দেখা গেছে, বিসিবি নির্বাচনে ভোটার ১৭১ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে কোনো কাউন্সিলরের নাম জমা পড়েনি।