প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর একদিনে দেশের ৮০ লাখ মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকারের।
রোববার দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, '২৮ তারিখ সকাল থেকে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করব। চলমান ভ্যাকসিন কর্মসূচি বজায় থাকবে। এখন দিনে ৬ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২৮ তারিখ ৮০ লাখ ভ্যাকসিন দেওয়া আমাদের লক্ষ্য। আমরা সক্ষমতা বৃদ্ধি করব।'
'প্রধানমন্ত্রীর জন্মদিন ২৮ তারিখ। তাই সেদিন ক্যাম্পেইন শুরু করছি। আমরা আশা করছি লক্ষ্য অর্জন করতে পারব,' যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
অগ্রাধিকার ভিত্তিতে ৪০ ঊর্ধ্ব নারী, বয়স্ক ও দুর্গম এলাকার মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি।
জাহিদ মালেক বলেন, 'এ ক্যাম্পেইন সারা দেশে হবে। ৪৬০০ ইউনিয়ন ও ১০৫৪ পৌরসভা ও সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে ৩২ হাজার টিকাদানকারী এ কাজ করবেন।'
স্বেচ্ছাসেবক-সহ প্রায় ৮০ হাজার মানুষ এ কমর্কজ্ঞে থাকবেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, 'প্রতিটি ইউনিয়নে তিনটি বুথ করা হয়েছে। সিটি করপোরেশনে ২৫ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠী যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা ভ্যাকসিন পাবেন।'
গর্ভবতী নারীরা এই ক্যাম্পেইনে ভ্যাকসিন পাবেন না বলে উল্লেখ করেন স্বাস্থমন্ত্রী।
২৮ তারিখ সকাল ৯টায় সারা দেশে শুরু হয়ে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত সেদিন কার্যক্রম চলবে বলে জানান তিনি। মন্ত্রী আরও জানান, সেদিন শুধু ফার্স্ট ডোজ টিকা দেওয়া হবে।
এ ক্যাম্পেইনে বয়স্ক, দুস্থ, গরিব ও ছাত্রদের পাশাপাশি রেজিস্ট্রেশনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানান জাহিদ মালেক।