বাবা আলাদা, চীনে নিঃসঙ্গ প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বাবা ও ভাইকে আলাদা করার পর মৃত্যু হয়েছে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের।
এ ঘটনায় স্থানীয় দুই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
মস্তিষ্কের রোগ সেরিব্রাল পালসিতে আক্রান্ত ওই কিশোরের নাম ইয়ান চেং (১৬)।
ভাই ও বাবার সঙ্গ না পাওয়ার এক সপ্তাহ পর গত বুধবার তার মৃত্যু হয়।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই এক সপ্তাহে চেংকে মাত্র দু'বার খাওয়ানাে হয়।
তার মৃত্যুর ঘটনায় হুয়াজিয়াহে শহর কমিউনিস্ট পার্টির সম্পাদক ও মেয়রকে বহিষ্কার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চেংয়ের গল্পটি ভাইরাল হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেওয়া পোস্টে সাহায্যের আবেদন জানিয়েছিলেন কিশোরটির বাবা।
তিনি জানিয়েছিলেন, তার ছেলে পানাহার ছাড়া নিঃসঙ্গ অবস্থায় রয়েছে।
চীনে করোনা ভাইরাসে ৩৬১ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে ১৭ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে।
চীনের বাইরে এ ভাইরাসে দেড় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ফিলিপাইনে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।