এ বছরও হচ্ছে না জেএসসি-জেডিসি
করোনা মহামারির কারণে এ বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
করোনার কারণে গত বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
এর আগে একই অনুষ্ঠানে দীপু মনি জানান, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নেওয়াদ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মহামারি চলাকালীন শিক্ষার অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হয়েছে।
'অবশেষে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। সেইসাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ারও সিদ্ধান্ত হয়েছে,' বলেন তিনি।
এরআগে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।