এসএসসি পরীক্ষার সিলেবাস আর কমানো হবে না: দীপু মনি
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সিলেবাস আর কমানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস আরও কমানোর জন্য শিক্ষার্থীদের দাবির সমালোচনা করে তিনি বলেন, "বর্তমান সিলেবাস আর সংক্ষিপ্ত করা হবে না।"
আজ বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
সংক্ষিপ্ত সিলেবাসে আগামী ১৪ নভেম্বর থেকে চলতি বছরের এসএসসি ও সমমান এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, "কোনো আন্দোলনেই আমাদের সিদ্ধান্ত পরিবর্তিত হবে না।"
গত বছর করোনা মহামারির কারণে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশিত হয়। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের অটোপাসের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়।