বর্ণবাদীদের লজ্জা দিতে হবে: মাইকেল হোল্ডিং
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি মাইকেল হোল্ডিং বলেছেন, সমতা অর্জনের লক্ষ্যে সাধারণ মানুষের অবশ্যই বর্ণবাদীদের বিরুদ্ধে সরব হতে হবে এবং তাদেরকে লজ্জা দিতে হবে।
এর আগে চলতি বছরের শুরুতে হোল্ডিং বর্ণবাদী বৈষম্যের ব্যাপারে একটি বই লেখেন। সেই বইতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন কীভাবে একজন খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডে তাকে 'বর্বরোচিত' বর্ণবাদের শিকার হতে হয়েছিল।
এছাড়া ৬৭ বছর বয়সী 'হুইস্পারিং ডেথ' হোল্ডিং গত বছরও জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর বর্ণবাদ প্রসঙ্গে বক্তব্য দিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়োন।
এবার তিনি সাধারণ জনগণকে 'বর্ণবাদবিরোধী' হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'সাধারণ মানুষের চুপ করে থাকা বন্ধ করতে হবে।'
বিবিসি রেডিও ৫ লাইভের অল আউট অনুষ্ঠানে উপস্থিত হয়ে হোল্ডিং বলেন, 'এখন আর সেই সময় নেই যে ভালো মানুষেরা "আমি ভালো, আমি বর্ণবাদী নই" বললেই তা যথেষ্ট হবে।
'এখন আপনাদেরকে অবশ্যই বর্ণবাদবিরোধী হতে হবে। আপনাদের সমালোচনা করতে হবে বর্ণবাদীদের, এবং তাদেরকে লজ্জাও দিতে হবে। আর চুপ করে থেকে বলবেন না যে "আমি তো ওর চেয়ে ভালো।"'
সাবেক ফাস্ট বোলার হোল্ডিং ছিলেন ১৯৭০ ও '৮০-র দশকে উইন্ডিজের তুমুল আলোচিত ও সমাদৃত বোলিং আক্রমণের অন্যতম সদস্য। ৬০ টেস্ট ম্যাচ খেলে তিনি ২৪৯ উইকেট নেন, এবং কাউন্টি ক্রিকেটে খেলেন ল্যাঙ্কাশায়ার ও ডার্বিশায়ারের হয়ে।
ক্রিকেট সম্প্রচারে দীর্ঘ ৩০ বছরের সফল ক্যারিয়ার শেষে গত ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেছেন এই জ্যামাইকান।
ফ্লয়েড হত্যাকাণ্ডের পর স্কাই স্পোর্টসে নিজের বক্তব্য প্রসঙ্গে হোল্ডিং বলেন, 'অনেক মানুষই বোঝে না কৃষ্ণাঙ্গদের জীবন ঠিক কতটা কঠিন, এবং তাদেরকে কত কিছু নিজেদের ভিতর লুকিয়ে রেখে, অগ্রাহ্য করার চেষ্টা করে, একটি সাধারণ জীবন যাপন করতে হয়।
'এজন্যই আমি সবার কাছে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম যে এভাবে তো কোনো মানুষ বাঁচতে পারে না। এভাবে বাঁচার চেষ্টা অনেক মানুষকেই খাদের কিনারে ঠেলে দেয়।'
হোল্ডিং আরও বলেন, নিজের জীবদ্দশায় হয়তো তিনি সমতা প্রতিষ্ঠিত হতে দেখে যেতে পারবেন না।
'আমার মনে হয় না আমি সবার জন্য সমতা প্রতিষ্ঠিত হতে দেখে যেতে পারব। কিন্তু তারপরও আমি আশা করছি, আমরা সেদিকেই এগোচ্ছি। আমি এরকম অনেক সঙ্কেতই পেয়েছি যে আমরা সঠিক পথে রয়েছি।
'তারপরও কিছু লোক রয়েই গেছে যারা বোকার মতো আচরণ করছে। আমার মনে হয় না এদের সবার থেকে কোনোদিন পরিত্রাণ পাওয়া যাবে। তবু দিন দিন আরও বেশি মানুষ মুখ খুলছে, এবং আরও বেশি মানুষ তাদের চোখ ও কান সজাগ রাখছে।'
- সূত্র: বিবিসি